ছেলের নাম 'নরেন্দ্র মোদি' রাখল মুসলিম নারী!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৬শে মে ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
ছেলের নাম 'নরেন্দ্র মোদি' রাখল মুসলিম নারী!

ভারতের লোকসভা নির্বাচনের শেষের দিকে এসেই আন্দাজ করা যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরেক মেয়াদে ক্ষমতায় বসতে চলেছেন। গত ২৩ মে ভোটের ফলাফল ঘোষণার পর চারিদিকে আনন্দে আত্মহারা বিজেপি কর্মীরা।

২৩ মে সকালে মোদির জয়জয়কারের মধ্যেই উত্তরপ্রদেশের গোন্ডার এক নারী পুত্র সন্তানের জন্ম দেন। ওই নারীর নাম মীনাজ বেগম। সন্তান জন্ম দেওয়ার পর ওই নারী দুবাইতে থাকা স্বামীকে ফোন করেন।

ওই নারী জানান, ফোন করার পর তার স্বামী সন্তান জন্মের কথা জিজ্ঞেস করার আগেই জানতে চান, নরেন্দ্র মোদি জিতেছেন কিনা? মোদির প্রতি স্বামীর এমন ভক্তির কারণে ওই নারী সিদ্ধান্ত নেন, ছেলের নাম রাখবেন নরেন্দ্র মোদি।  ওই নারীর দাবি, আমি চাইযে, আমার ছেলে মোদিজির মতো ভালো কাজ করুক আর তার মতোই সফল হোক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব