নিরাপত্তা বাহিনীর সামর্থ্য ও পেশাদারিত্ব জোরদারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন যে এসব ব্যবস্থা জরুরি। কারণ নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো অনেক বেশি ‘মারাত্মক’ হতে পারে। সাউথ এশিয়ান মনিটর
বুধবার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) বার্ষিক অভিষেক অনুষ্ঠানে বক্তব্যকালে ইন্টেলিজেন্স ব্যুরো এই সাবেক প্রধান বলেন, আগামীতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো অনেক মারাত্মক হতে পারে। ভারতীয় সীমান্তে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দেশের তিন সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে সবচেয়ে বড় বিএসএফ যে ভ‚মিকা রাখছে তার প্রশংসা করেন দোভাল।
ভারতের অন্য দুটি সীমান্ত রক্ষী বাহিনী হলো ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) ও সশস্ত্র সীমা বল (এসএসবি)। আড়াই লাখ জনবলের অধিকারী বিএসএফ পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্ত এলাকায় পাহারা দেয়। সম্পদনায়: কায়কোবাদ মিলন
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।