
প্রকাশ: ২০ মে ২০১৯, ৩:১১

সাদা চুলে কলপ দিয়ে কালো করে বয়সকে সাময়িক লুকিয়ে ফেলে মানুষ। নিজেকে উপস্থাপন করেন তরুণরূপে। তবে ছাগলের গায়েও কলপ লাগানোর কথা শোনা গেছে। যদিও মানুষের মতো নিরীহ ছাগলের বয়স ঢাকার দরকার হয়না। সাদা ছাগলের গায়ে কলপ লাগিয়ে কালো রঙের ছাগল হিসাবে তৈরি করার ঘটনা ঘটেছে ভারতের জলপাইগুড়ি জেলার এক হাটে। কালো রঙের ছাগল বেশি আকর্ষণীয় বলেই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব