নোজ ছাড়াই নামল উড়োজাহাজ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই মে ২০১৯ ১২:০৩ অপরাহ্ন
নোজ ছাড়াই নামল উড়োজাহাজ (ভিডিও)

মিয়ানমারে এক পাইলট উড়োজহাজের সামনের চাকা (নোজ) ছাড়াই নিরাপদে মান্ডালা বিমানবন্ধরে অবতরণের সক্ষম হয়েছেন। আব্রহাম ১৯০ নামের উড়োজাহাজের মধ্যে ৮৯ আরোহীর একজনের কেউই আঘাত পাননি বলে জানা যায়। সমস্যার কারণে অবতরণের আগে বিমানবন্দরের চারপাশে উড়োজাহাজটি দুই বার চক্রকারে ঘুরে বলে জানান ক্যাপ্টিন মায়াট ম অং। ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে মান্ডালার উদ্দেশ্যে যাত্রা করে। পথে পাইলট লক্ষ করে যে, উড়োজাহাজের সামনের চাকা (নোজ) কাজ করছে না এবং এর ফলে জ্বালানি বের হয়ে যাচ্ছে।

একটি ভিডিওতে দেখা যায় এ উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে পিছনের চাকার উপর ভর করে চলে। মিয়ানমারের পরিবহনমন্ত্রী উইন কান্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পাইলট খুবই দক্ষতার পরিচয় দিয়েছে।’  উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে মিয়ানমারে এটা হলো ২য় ঘটনা। এর আগে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে যাতে ১৭ জন আরোহী আহত হয়েছিলেন।

ইনিউজ ৭১/এম.আর