ভারতের একটি রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও এক তরুণ রেললাইন থেকে লাফ দিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। বুধবার এক পুলিশ কর্মকর্তা জানান, ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের পানিপথ নগরীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা এম. এস. দাবাস জানান, দুর্ঘটনার সময় এই তরুণরা সেলফি তোলায় ব্যস্ত ছিল।
যখন তারা আকস্মিক তাদের লাইনে একটি ট্রেনকে একেবারে কাছে চলে আসতে দেখে তখন তারা দিশেহারা হয়ে পাশের রেললাইনে লাফ দেয়। কিন্তু তারা এতোটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে রেলপথ দিয়েও যে আরেকটি ট্রেন আসছিল তা খেয়াল করেনি। তিনি আরও জানান, তাদের একজন অপর দিকের রেললাইনে লাফ দেওয়ায় প্রাণে বেঁচে যায়। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পানিপথে এসেছিল।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।