প্রকাশ: ৯ জানুয়ারি ২০১৯, ১৯:৫২
ভারতের নাগপুরে এক যুবক ‘চুরি যাওয়া মন খুঁজে দিতে’ পুলিশের সাহায্য চেয়ে বিফল হয়েছেন। এক নারী তার ‘মন চুরি করেছে’ জানিয়ে তা উদ্ধার করে দিতে ওই যুবক পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগের কথা শুনে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও পরে উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে অভিযোগ না নিয়েই যুবকটিকে ফিরিয়ে দেন বলে এনডিটিভি জানিয়েছে। সম্প্রতি নাগপুরের একটি থানায় এ ‘উদ্ভট ঘটনাটি ঘটেছে’ বলে ভারতীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবকের অভিযোগের কথা শুনে ‘বেকুব বনে যাওয়া’ ওসি বিষয়টি তার উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। অনানুষ্ঠানিক আলোচনায় তারা এ সিদ্ধান্তে এসে উপনীত হন যে, ভারতীয় আইনে ‘মন চুরি’র অভিযোগ নেওয়া যেতে পারে এমন কোনো ধারা নেই।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব