কলকাতার সল্টলেকের GC ব্লক ১৮৪ নম্বর বাড়িতে বুধবার রাতের অন্ধকারে ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতি। রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় চোরেরা বাড়ির নিচতলার অফিসের তালা ভেঙে প্রবেশ করে নগদ ১৫ থেকে ২০ লাখ টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। বাড়ির মালিক, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, অফিসটি একটি ডিলারশিপ প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন।
ঘটনার সময় বাড়ির তত্ত্বাবধায়ক পরিবারও নিচতলায় অবস্থান করছিলেন, কিন্তু তারা কিছুই লক্ষ্য করেননি। স্থানীয় বাসিন্দারা জানান, চোরেরা মোটরসাইকেলে করে এসেছিল এবং তাদের গাড়ির নম্বর প্লেট ছিল না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর চোরেরা গুলি করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরেদের শনাক্ত করার চেষ্টা করছে।