নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ওছখালী শহরে তারা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের নির্দেশনায় এক পকেট কমিটি ঘোষণা করা হয়েছে, যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী। তারা দাবি করেছেন, নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
বক্তারা বলেন, পকেট কমিটির মাধ্যমে দলীয় পদ দখল করা হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে দলের ত্যাগী এবং যোগ্য নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা। তারা অভিযোগ করেন, যে ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, তারা গত ১৭ বছর দলের কোন কার্যক্রমে অংশ নেননি। এমনকি নতুন কমিটির সদস্যরা আগ্রহীও ছিলেন না কমিটি গঠনে। এদের মধ্যে অনেকেই অবাঞ্চিত হিসেবে পরিচিত। বক্তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে এবং নতুন কমিটি গঠনের দাবি জানান।
অপরদিকে, একই দিনে বেলা ১২টার দিকে, মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় তারা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল, যারা দলের সিদ্ধান্ত মেনে চলছেন না, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, বিষয়টি আমি হালকা শুনেছি, তবে কেউ আমাকে বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, এর আগে ৪ মার্চ রাতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব করে হাতিয়া উপজেলা যুবদলের কমিটি, এবং মোমিন উল্যাহ রাসেলকে আহ্বায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।