কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই, তিনটি গরু নিহত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৭ অপরাহ্ন
কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই, তিনটি গরু নিহত

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে একটি গোয়ালঘরে কয়েলের আগুনে তিনটি গরু পুড়ে মারা গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, এতে ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকা হতে পারে।  


এটি ঘটেছিল যখন সামাদুল ইসলাম নামের একজন কৃষক প্রতিদিনের মতো তার গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়েছিলেন। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন ধরে যায়। আগুন দ্রুত গোয়ালঘরে ছড়িয়ে পড়ে এবং সামাদুলের তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। 


ঘটনার সময় গোয়ালঘরের ভেতর থাকা গরুগুলোর আর্তচিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি গরু মারা যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে সামাদুল ইসলাম নিজেই দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 


সামাদুলের ছেলে সাকিব হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের গরু বিক্রি করে সংসার চলে, কিন্তু এখন তিনটি গরু হারানোর পর তারা কীভাবে জীবন ধারণ করবেন, সে বিষয়ে কিছুই জানেন না। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। 


স্থানীয় ইউপি সদস্য খাজা মদ্দিন বলেন, গভীর রাতে আগুন লাগায় এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি সামাল দেয়, তবে ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। 


ইউপি সদস্য আরও জানান, এই দুর্ঘটনায় সামাদুল ইসলাম ক্ষতির শিকার হয়েছেন এবং তাকে সহায়তা প্রদান করা হবে। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে উপজেলা প্রশাসন থেকে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হবে। 


এটি এলাকাবাসীর জন্য এক বড় দুঃখজনক ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে এবং অনেকেই তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।