শহীদ জিয়ার তিন মতবাদই আদর্শ: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন
শহীদ জিয়ার তিন মতবাদই আদর্শ: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিএনপির রাজনৈতিক কার্যক্রম শহীদ জিয়ার তিনটি মূল মতবাদের ভিত্তিতে পরিচালিত হবে। তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, শহীদ জিয়া বাংলাদেশে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও সাম্য প্রতিষ্ঠা করেছেন এবং এগুলোর ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি হবে। তিনি আরও বলেন, যদি সংবিধান সংস্কারের প্রয়োজন হয়, তবে এই তিনটি মূল স্তম্ভকে ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।


সমাবেশে তিনি দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আন্দোলন এখানেই শেষ হবে না এবং জনগণকে আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এই সময় সরকারকে কঠোর সমালোচনা করে বলেন, "শেখ হাসিনা মহিলাকে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে যে অপরাধ করেছে, তা ক্ষমাযোগ্য নয়।"


এছাড়া, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা উল্লেখ করে বলেন, যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। নরসিংদী পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সদস্য আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেগম রোকেয়া আহমেদ লাকী, ও অন্যান্য নেতৃবৃন্দ।