গোয়ালন্দে পাখিদের নিরাপদ আশ্রয় গড়তে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ০৪:০২ অপরাহ্ন
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আশ্রয় গড়তে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরিতে গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফিদেল চৌধুরী। রবিবার এই কার্যক্রম শুরু হয়, যার প্রতিপাদ্য ছিল ‘প্রকৃতির জন্য পাখি, গাছে গাছে মাটির হাঁড়ি’।  


জানা গেছে, পাখিদের অবাধ বিচরণ, নিরাপদ আবাসস্থল তৈরি এবং বংশবৃদ্ধির জন্য বিভিন্ন এলাকায় ও রেলস্টেশনের উঁচু গাছে এই হাঁড়িগুলো বসানো হয়েছে। হাঁড়িগুলোতে ছিদ্র করে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং বড় মুখের ডিজাইন করা হয়েছে যাতে পাখিরা সহজেই আসা-যাওয়া করতে পারে।  


এই উদ্যোগ সম্পর্কে ফিদেল চৌধুরী বলেন, পাখিদের রক্ষা এবং তাদের বাসস্থান তৈরি করা আমাদের দায়িত্ব। এই হাঁড়িগুলোতে পাখিরা ঝড়, বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা পাবে এবং ডিম পেড়ে বংশবিস্তার করতে পারবে। ফলে পরিবেশ রক্ষায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।  


পাখিপ্রেমি ও পরিবেশবাদীরা এই উদ্যোগকে প্রশংসা করে বলেছেন, জীববৈচিত্র্য রক্ষা করতে হলে এমন পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পাখিরা যেমন নিরাপদ থাকবে, তেমনি পরিবেশও সুরক্ষিত হবে।  


এ কাজে সহযোগিতা করেছেন আকিব সরদার, সুজন সেখ, অনিক প্রামাণিক, শুভ্রত দাস এবং শান্তসহ আরও অনেকে।  


স্থানীয় সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এই উদ্যোগটি দেখে অনেকে অনুপ্রাণিত হবেন এবং পশুপাখির প্রতি সদয় হতে শিখবেন।  


সাংবাদিক নেতা হেলাল মাহমুদ বলেন, শহর এলাকায় পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত। এটি প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসার একটি দৃষ্টান্ত।  


ফিদেল চৌধুরীর এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি পাখিদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক আশ্রয়স্থল তৈরি করবে বলে মনে করছেন স্থানীয়রা।