নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার আজগর আলী দাখিল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক শামসুল আরেফিনের কাছে ৯ হাজার টাকা দাবি করা হয়।
প্রধান শিক্ষক মাওলানা সাইফুল্লাহ জানান, ইউএনও পরিচয়ে ফোন করে বলা হয়, সরকারি বরাদ্দে ল্যাপটপ দেওয়া হবে। তবে এর জন্য আধা ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে হবে। সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি যাচাই করার জন্য ইউএনও কার্যালয়ে যোগাযোগ করেন।
ইউএনও তানভীর ফরহাদ শামীম নিশ্চিত করেন, তার সরকারি নম্বরটি ক্লোন করে প্রতারণার চেষ্টা করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কতামূলক বার্তা পোস্ট করেন। বার্তায় সবাইকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করার জন্য প্রশাসন কাজ শুরু করেছে। একই সঙ্গে সাধারণ মানুষকে প্রতারকদের ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসন প্রতারক চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।