ইংরেজি নববর্ষ উদযাপনে থার্টিফার্স্ট নাইটে ওড়ানো ফানুসের কারণে এবছরও মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কিছু ফানুস আটকে যায়। তবে সতর্ক ব্যবস্থার ফলে মেট্রোরেলের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে আটকে থাকা পাঁচটি ফানুস দ্রুত অপসারণ করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, ফুট পেট্রলিং এবং বিশেষ টিমের সমন্বয়ে ভায়াডাক্ট ও বৈদ্যুতিক লাইনের ওপর থেকে আটকে থাকা ফানুস সরিয়ে নেওয়া হয়। ফলে প্রথম শিডিউল থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।
গত বছরের অভিজ্ঞতা থেকে এবছর মেট্রোরেল কর্তৃপক্ষ আগেই সতর্কতা জারি করেছিল। ৩০ ডিসেম্বর ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে ফানুস বা অনুরূপ বস্তু ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়।
যাত্রীদের ভাষ্যমতে, এবছর মেট্রোরেল নির্ধারিত সময়ে চলাচল করেছে। ফানুসের কারণে বৈদ্যুতিক তারে কোনো ক্ষতি হয়নি। তবে ফানুস আটকে থাকার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বরাবরের মতোই উদ্বিগ্ন।
এর আগে ২০২৩ সালে থার্টিফার্স্ট নাইটে ফানুসের কারণে মেট্রোরেলের চলাচল দুই ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল। সেই সময় ৩৮টি ফানুস অপসারণ করতে হয়েছিল। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, তবে চলাচলে বিঘ্ন ঘটেছিল।
সরকারি নির্দেশনা অনুযায়ী, এ বছর থার্টিফার্স্ট উদযাপনে ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। ফানুস ওড়ানোর কারণে যেকোনো দুর্ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
মেট্রোরেল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সতর্কতার কারণে এবছর বড় কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। তারা যাত্রী ও সংশ্লিষ্টদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি পুরোপুরি এড়ানো যায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।