ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনলাইন গণমাধ্যম 'পুবের আলো'র ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় 'পুবের আলো'র কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে সভা অনুষ্ঠিত হয়। এর আগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সরাইল মুক্তিযোদ্ধা কমান্ড-এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা।
আলোচনা সভায় 'পুবের আলো'র প্রধান উপদেষ্টা, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, প্রবীণ ব্যক্তিত্ব, সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি'র সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, পুবের আলোর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুবের আলোর মফস্বল বার্তা সম্পাদক ও সরাইল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু আহাম্মদ মৃধা।
পুবের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে নানা অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, মানবিক সংগঠন ও ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরাইল উপজেলার রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।