প্রকাশ: ১ ডিসেম্বর ২০২০, ৪:২১
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক না পড়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালিকচ্ছ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ জনকে ২৪শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) বিকালে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্তও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড ফারজানা প্রিয়াঙ্কা এর নেতৃত্বে কালিকচ্ছ ইউনিয়নের বাজার মোড়ে এই অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পড়ায় ৮ জনকে মামলা দেয়া হয় এবং তাদের ২৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।তিনি বলেন, স্বাস্থ্য বিধিমানাতে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।