নাটোর সদর উপজেলার জংলী সুগার মিল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১৩৯ বোতল ফেন্সিডিল সহ দুুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় ব্যাটারী চালিত একটি ইজি বাইক মাদক বিক্রয়ের নগদ ২হাজার ৬শত ৯০ টাকাসহ দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকর চাইপাড়া গ্রামের মৃত আছের মোল্লার ছেলে কাদের মোল্লা (৬৭) ও নাজিম উদ্দিন এর ছেলে মানিক হোসেন (২৬)। র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান,‘ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জংলী সুগার মিল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১৩৯ বোতলসহ কাদের মোল্লা ও মানিক হোসেন কে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা জব্দকৃত মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে উপস্থিত জনসম্মুখে স্বিকার করে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।