নাইক্ষ্যংছড়ি তিনকোটি টাকার স্বর্ণসহ ২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: মঙ্গলবার ১লা ডিসেম্বর ২০২০ ১০:৫৩ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়ি তিনকোটি টাকার স্বর্ণসহ ২ পাচারকারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ পাচারকারী সহ ৩ কোটি টাকার ৪০৩ ভরি স্বর্ণ এবং নগদ ১লাখ ৯৯হাজার টাকা  উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ২ পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো মো: ফারুখ (৩৫) ও মরিয়ম খাতুন (৩০)। তাঁরা দু’জনই স্বামী-স্ত্রী। সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় এসব স্বর্ণ উদ্ধার করে সীমান্তের আছাড়তলী সীমান্ত পয়েন্ট থেকে।নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,এ চালানটি মিয়ানমার থেকে চোরাই পথে পাচার হয়ে এপারে আসার খবর পেয়ে উৎপেতে থেকে অভিযান পরিচালনা করে জব্দ করা হয়।

অভিযানকারী কর্মকর্তা থানা’র ওসি (তদন্ত)বিল্লাল হোসেন সিকদার বলেন এ চালানে ২৮টি স্বর্ণের বারে  ৪০৩ ভরি স্বর্ণ এবং নগদ ১লাখ ৯৯হাজার রয়েছে। যা মিয়ানমার থেকে এসব স্বর্ণ পাচার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিলো চোরাকারবারিরা।এ বিষয়ে মামলার প্রক্রিয়া শেষে আটকদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে ওসি মোঃ আলমগীর হোসেন নিশ্চিত করেন।