নওগাঁয় ৪টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৭৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ৩০শে নভেম্বর ২০২০ ১০:০৪ অপরাহ্ন
নওগাঁয় ৪টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৭৫ হাজার টাকা

নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ৪ টি বে-সরকারি ক্লিনিককে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।সোমবার বিকেলে  উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন বে-সরকারি ক্লিনিকগুলোতে এ অভিযান চালানো হয়। এসময় সার্বিক পরিবেশ, পরিস্কার পরিচ্ছন্নতা,যথাযথ কর্তৃপক্ষের আইনানুগ অনুমোদন ব্যতিরেকে ক্লিনিক পরিচালনা,সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

দি নিউ পপুলার ক্লিনিকের ১৫ হাজার, সিটি ক্লিনিকের ২০ হাজার, জনসেবা ক্লিনিকের ২০ হাজার ও রয়েল ক্লিনিকের ২০ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেন নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। এসময় সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, স্যানিটারি অফিসার সাখাওয়াত হোসেন, আইন শৃঙ্খলায় দায়িত্বে নিয়োজিত সাপাহার থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন জানান, ক্লিনিকগুলোর পরিবেশ, পরিস্কার পরিচ্ছন্নতা, আইনানুগ অনুমোদন ব্যতিরেকে ক্লিনিক পরিচালনা,সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স না থাকায় উপজেলার ৪টি ক্লিনিকে জরিমানা করা হয়। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।