জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাঁচ পায়ের একটি বাছুরের জন্ম হয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চা চর এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহফুজুর রহমানের গাভী মাস খানেকে আগে এ বাছুর জন্ম দেয়। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছেন।সোমবার ( ৩০ নভেম্বর) দুপুরে ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ পায়ের এ বাছুরটি লাফিয়ে বেড়াচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি। নাচছে আশপাশসহ খোলার মাঠে। বিরল এই বাছুরের নাছ দেখতে মেতে উঠেছে পুরো গ্রাম।
স্থানীয়রা জানান, স্বাভাবিকভাবে অন্য চারটি পায়ের সঙ্গে সমান তালে বেড়ে উঠছে পিঠের উপরের ওই পা। জন্মের পর বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী লোকজন ভিড় করতো বাছুরটিকে এক নজর দেখার জন্য। পাঁচ পায়ের বাছুরকে একনজর দেখে ফোনে ছবিও তুলে নিচ্ছেন ।ওই এলাকার ওয়াজেদ মিয়া জানান, বাছুরটি চার পা ঠিকই আছে তবে আরেকটি পা পিঠ দিয়ে বেড়ে উঠছে। বাছুরটি দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে মানুষ।
বাছুরের মালিক মাহফুজুর রহমান জানান, “ তার দেশীয় জাতের গাভীটি পাঁচ পায়ের ওই বাছুরকে জন্ম দেয়। জন্মের পর থেকেই বাছুরটিকে নিয়ে খুবই চিন্তা করেছিলাম বাঁচবে না মরবে। কিন্তু এখন আর সে চিন্তা নেই। অন্য বাছুরের সঙ্গে দৌঁড়ে বেড়াচ্ছে সমান তালে। কোনো সমস্যা নেই তার।