সরাইলে 'বঙ্গবন্ধু ও তাঁর পরিবার' গ্রন্থের মোড়ক উন্মোচন করেনঃ শিউলি আজাদ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৯শে নভেম্বর ২০২০ ০৮:৩২ অপরাহ্ন
সরাইলে 'বঙ্গবন্ধু ও তাঁর পরিবার' গ্রন্থের মোড়ক উন্মোচন করেনঃ শিউলি আজাদ

প্রখ্যাত কবিও কথাসাহিত্যিক আমির হোসেন এর " বঙ্গবন্ধু ও তাঁর পরিবার"গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, জাতীয় সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক  উম্মে ফাতেমা  নাজমা বেগম (শিউলি আজাদ)।রোববার (২৯ নভেম্বর ) বিকেলে সরাইল উপজেলার বিশ্বরোড় হাইওয়ে'র পাশে লালশালুক হোটেলে ' বঙ্গবন্ধু ও তাঁর পরিবার" গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,

জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত আসন (ব্রাহ্মণবাড়িয়া-৩১২) উম্মে ফাতেমা  নাজমা বেগম (শিউলি আজাদ), আবু আহাম্মদ র্মৃধা'র সঞ্চালনায় সভাপতি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামাদুল কামাল, বিশ্বরোড় হাইওয়ে খাঁটিখাতা  হাইওয়ে থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ঠাকুর   মেজবাহ উদ্দিন আহমেদসহ এ সময় উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক শিক্ষক বৃন্দ আগত অতিথিবৃন্দ  সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।