সরাইলে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনে'র তৃতীয় দিনে কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৯শে নভেম্বর ২০২০ ০৩:৫১ অপরাহ্ন
সরাইলে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনে'র তৃতীয় দিনে কর্মবিরতি চলছে

ব্রাহ্মণবাড়িয়া  জেলার  সরাইলে"ভ্যাকসিন হিরাে সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান"স্লোগান সামনে রেখে। স্বাস্থ্য পরিদর্শক -১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরোসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।

রোববার (২৯নভেম্বর ) দুপুর দেড়টায় দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনায় সভায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার সভাপতি মোঃ জসীম উদ্দিনে'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদ প্রধান সমন্বয়ক এম আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল কবীর সিহাবে'র  সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দাবী বাস্তবায়ন  সমন্বয় পরিষদ সমন্বয়ক আরশাদুল ইসলাম, সদর উপজেলার সভাপতি স্বাস্হ্য সহকারী মোঃ রোভেল মিয়া, স্বাস্হ্য পরিদর্শক আবেদুল হোসেন,  সহকারী স্হাস্হ্য পরিদর্শক মোঃ আয়ুব খান. হাবিবুর রহমান, প্রদীপ কুমার আশ্চর্য, মিডিয়া সেল প্রধান প্রানেশ দাস স্বাস্হ্য সহকারী হুমায়ুন কবির সহ অন্যান্য স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।