প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ২১:৪৫
নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩য় দিনের মত কর্ম বিরতি পালন করেছে স্বাস্থ্য কর্মীরা। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষণায় সাড়া দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্ম বিরতি পালন শুরু করে। যা আজ রোববার তৃতীয় দিনে গড়ালো।
কর্ম বিরতি পালনকারীরা দাবি করেন চাকরির শুরু থেকে তাঁরা অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার। তাই নিয়োগ বিধি সংশোধন করে স্বাস্থ্য পরিদর্শক ১১ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড ও স্বাস্থ্য সহকারীর পদটি ১৩ তম গ্রেডে উন্নীত করনের দাবি জানান তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি চালিয়ে যাবার ঘোষনা দেন তাঁরা।