প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০:৩৯
বন্দরনগরী চট্টগ্রামের নিমতলায় দুটি নবজাতকের মরদেহ পাওয়া গেছে। কার্টনে করে রেখে যাওয়া দুটি মরদেহই কন্যাশিশুর। ওই শিশু দুটির মা-বাবাই তাদের মরদেহ ফেলে যেতে পারে বলে পুলিশের ধারনা।স্থানীয়দের খবরে বন্দরের সন্নিকটে নিমতলা এলাকা হতে শনিবার বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ শিশু দুটির কার্টনভর্তি লাশ উদ্ধার করে বলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন।
ওসি নিজাম বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে নিমতলা এলাকায় ফোর্স পাঠিয়ে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে আনা হয়। দুটি মেয়েশিশুই ছিল সদ্য জন্ম নেওয়া। কন্যা শিশু হওয়ায় তাদের হত্যা করা হয়েছে কিনা নাকি নাকি অন্য কোনো বিষয় আছে তা তদন্ত করে জানা যাবে।’