ভূরুঙ্গামারীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ২৮শে নভেম্বর ২০২০ ০৩:৪৫ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম হাবিবুর রহমান (৩৫)। সে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের মৃত সায়েদ আলীর পুত্র।পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর বুধবার দুপুরে অভিযুক্ত হাবিবুর তার প্রতিবেশীর চার বছর বয়সী এক কন্যা শিশুকে নারিকেল খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় এবং শিশুটিকে ধর্ষণের প্রচেষ্টা চালায়।

অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে শিশুটিকে কান্না করতে দেখতে পান তার নানী ফরিদা বেগম। শিশুটির মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, হাবিবুর তাকে নারিকেল দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে পরিধেয় বস্ত্র খুলে ফেলে জড়িয়ে ধরেছে। শিশুর মুখে এমন কথা শুনে তাঁর মা শিশুটির যৌনাঙ্গ লাল ও ফোলা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে বৃহস্পতিবার ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ শনিবার দুপুরে হাবিবুরকে আটক করে।ভূরুঙ্গামারী থানার ওসি তদন্ত জাহেদুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে  অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।