হিজলায় সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শনিবার ২৮শে নভেম্বর ২০২০ ১০:২৯ পূর্বাহ্ন
হিজলায় সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণের অভিযোগ

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার ৭ নং ওয়ার্ডের সুশীল ঢালীর ছেলে স্বর্ণকার স্বপন ঢালী সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ করছে এমন অভিযোগ স্থানীয়দের। শুক্রবার ঘটনার স্থানে গিয়ে জানা গিয়েছে , উক্ত স্থান দিয়ে সরকারি  শাখা সড়কটি স্থানীয় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে মিলিত হয়েছে। এই রাস্তাটি স্কুলে যাওয়ার জন্য শিশু শিক্ষার্থীরা ব্যবহার করে পাশাপাশি স্থানীয় জনগণও ব্যবহার করছে দীর্ঘ বছর ধরে।

আর এ কারণে রাস্তাটি জনপ্রতিনিধিগণ সরকারি খরচে সংস্কারের কাজ করেছেন বহুবার। কিন্তু হঠাৎ করে স্বপন ঢালী সরকারি রাস্তাটি দখল করে তার পৈতৃক সম্পত্তি দাবি করে পাকা ঘর নির্মাণের জন্য বড় গর্ত করলে স্থানীয়রা বাধা দেয়। স্থানীয়রা  জানান উক্ত সম্পত্তি ভিপি সম্পত্তি। স্বপন ঢালীর সাথে আলাপ কালে সে জানায় এখানের সব সম্পত্তিই ভিপি সম্পত্তি। এই বিষয়ে আলাপকালে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ভিপি সম্পত্তিতে কেউ ঘর নির্মাণ করতে পারবেনা। তবে সম্পত্তিটি ভিপি সম্পত্তি কি না সেজন্য উক্ত স্থানে সার্ভেয়ার পাঠিয়ে নিশ্চিত করা হবে।