প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১৫:৪৯
রাজধানীর শ্যামপুর জুরাইনে পেট্রল পাম্পে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়ায় ঘটনায় দগ্ধ যুবক রিয়াদ হোসেন (২০) মারা গেছেন।শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এতে রিয়াদের শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়। তার শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। পরে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এই ঘটনায় রিয়াদের বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলায় ইমন ছাড়াও দুই অপারেটর ফাহাদ আহমেদ পাভেল ও শহিদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে।দুই ভাইয়ের মধ্যে রিয়াদ বড়। চলতি বছর রিয়াদ সিদ্ধেশ্বরী কলেজে অনার্সে ভর্তি হন।