সাভারের আশুলিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যানের দেওয়া জমিতে হযরত আলী (রা:) নামের একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে গাজিরচটের সোনিয়া মার্কেট সংলগ্ন মসজিদটির শুভ উদ্বোধন করা হয়।উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন মসজিদে নামাজ আদায় করে উদ্বোধন ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, এখানে একটি মসজিদের খুবই প্রয়োজন ছিল। এই এলাকায় আমি একটি জমি ক্রয় করলে স্থানীয়দের অনুরোধে মসজিদের জন্য দান করে দেই। একই সাথে এই মসজিদটি পরিচালনা করার জন্য স্থানীয়দের দায়িত্ব প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান। সবাইকে ভেদাভেদ ভুলে মসজিদটি সুন্দরভাবে পরিচালনার অনুরোধ করেন তিনি। এসময় ৬ তলা ভবনের নকমা প্রদর্শন করে এলাকাবাসীর অনুদান গ্রহণ করা হয়।
উদ্বোধনের দিন প্রায় ৫ শতাধিক মুসল্লী কাঁধে কাধ মিলিয়ে জুম্মার নামাজ আদায় করেন। মসজিদটি নির্মান হওয়ায় একাবাসীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন এলাকাবাসী। এসময় মুসল্লীরা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁনের ভুয়সী প্রশংসা করেন।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, এনামুল মুন্সী, ইবাদাত হোসেন, মিজানসহ স্থানীয় সংবাদকর্মীরা।