প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ৬:৩০
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মীরডাংগী কবরস্থানের সামনে নেকমরদ রাণীশংকৈল মহাসড়কে পাগলু ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন কাশিপুর ইউনিয়নের মাহারাজা গ্রামের তফিল উদ্দীনের ছেলে আব্দুল মজিদ(৪০)।
ঘটনাস্থলে উপস্থিত অনেকে জানায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সময় পাগলু ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ হলে ১জনকে মহাসড়কে পড়ে থাকেন। পরে স্হানীয়রা রাণীশংকৈল ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক এসে লাশ উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা রানীশংকৈল থানায় পাঠিয়ে দেয়।দুর্ঘটনায় ১ জনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন রানীশংকৈল থানার এ এস আই আহসান হাবিব।