প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০:৫৯
জন্মদিন পালন করতে ডেকে এনে নদীতে ফেলে দিয়ে দীপ ঘোষ নামে এক কিশোরকে হত্যার অভিযোগে রিয়াদ নামে তারই এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে। নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসা থেকে রিয়াদকে (১৭) গ্রেফতার করা হয়। দীপ হত্যা মামলার এজাহারনামীয় আসামি রিয়াদকে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুমান জানান, বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে দীপ ঘোষ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এক বিষয়ে ফেল করায় আবারও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। গত ২ নভেম্বর সোমবার ছিল দীপের বন্ধু রিয়াদের জন্মদিন। ওইদিন রিয়াদ, দীপসহ ১০-১২ জন বন্ধু মিলে বরিশাল কীর্তনখোলা নদীতে ট্রলারে করে রিয়াদের জন্মদিন পালনের উদ্যোগ নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা একটি ট্রলার ভাড়া করে কীর্তনখোলা নদীতে ঘুরে বেড়ায়। রাত ৮টার দিকে কেক কাটার সময় হৈ-হুল্লোড় করতে গিয়ে ট্রলার থেকে দীপ ঘোষ নদীতে পড়ে যায়।
সাঁতার না জানায় সে নদীতে তলিয়ে মারা যায়। তিনি আরও জানান, গত ২ নভেম্বর জন্মদিন পালনের একটি ভিডিওতে দেখা গেছে রিয়াদ তার বন্ধু দীপ ঘোষকে কোলে তুলে নিয়ে নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে ফেলে দিচ্ছে। যেহেতু দীপ সাঁতার জানে না তাই সে আর বেঁচে ফিরতে পারেনি। যদিও রিয়াদ ও তার বন্ধুরা পরবর্তীতে বুঝতে পারেন দীপ সাঁতার জানে না, তবে সে সময় তারা চেষ্টা করেও আর দীপকে তুলতে পারেনি। ততক্ষণে দীপ তলিয়ে যায়। এ ঘটনার পরের দিন ৩ নভেম্বর অপমৃত্যুর মামলা হলেও ২৪ নভেম্বর জন্মদিনের ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসে। ভিডিও দেখে অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। তারপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করা হয়েছে।