বরিশালের হিজলা উপজেলা শাখার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তাদের দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের সাথে একযোগে কর্ম বিরতি শুরু করছে। হিজলা উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল থেকে কর্ম বিরতিতে অংশ গ্রহণ করেছে। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা,
২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং চলতি ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতির বাস্তবায়ন, স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে চলমান কর্ম বিরতিতে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোসাঃ রোকেয়া বেগম, স্বাস্থ্য সহকারী মু.ফরিদ উদ্দিন, ছনিয়া আক্তার, গোলাম ফজলে রাব্বি, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলায়মান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।