বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ( স্বাস্থ্য সহকারী) নিয়োগ বিধি সংশোধন করে গ্রেড উন্নতিকরনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে।
দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্বাস্থ্য সহকারী ইমরান খান, সুলতান আলী, আছমা বেগম, হেলথ্ ইন্সপেক্টর মিজানুর রহমান, মনোয়ারা খাতুনসহ আরও অনেকেই।বক্তরা নিয়োগ বিধি সংশোধন করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতিকরনসহ টেকনিক্যাল পদ মর্যাদার দবী জানান। তাদের দাবী না মানা পর্যন্ত মাঠে কাজে না যাওয়াসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের সকল সদস্য অংশগ্রহণ করেন।