প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ২:১০
সরাইল বিশ্বরোড় চত্বর থেকে দুইকেজি গাঁজাসহ মোঃ হূদয় মোল্লা (২৯) ও শহর আলী (৪৪)নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।বুধবার (২৫ নভেম্বর ) সন্ধ্যার দিকে বিশ্বরোড় চত্বর এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই মোঃ আব্দুর রাজ্জাকের নির্দেশে বুধবার সার্জেন্ট মাহমুদুল ইসলাম নেতৃত্বে খাঁটিহাতা হাইওয়ে থানার বিশ্বরোড় চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় মোল্লা মাদারিপুর রাজৈর উপজেলার পুর্ব স্বমঙ্গঁল গ্রামের মোঃ নজির মোল্লার ছেলে। অপরজন শহর আলীর পিতা শাহেব আলী মাদারিপুর রাজৈর উপজেলার শংকরদী গ্রামের বাসিন্দ।এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ব্যাগের ভিতরে সাদা প্লাস্টিকে প্যাঁচানো দুইকেজী গাঁজা উদ্ধার করে। বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই মোঃ আব্দুর রাজ্জাক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার পুলিশ চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইকেজি গাঁজাসহ হৃদয় মোল্লা ও শহর আলীকে গ্রেফতার করেছে।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।