প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১:১৬
মঙ্গলবার রাত ১০টার দিকে ডিবি পুলিশের একটি চৌকষ দল সদর উপজেলার ২৯ মাইল নামক এলাকায় হানিফ কোচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার মাদক কারবারিরা হলেন- বরিশাল জেলার গৌরনদী থানাধীন নলছিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো: সবুজ ফকিরের ছেলে মো: মনির হোসেন ওরফে শুভ (২২), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বানিয়াবস্তি বেলসাড়া গ্রামের মৃত-কফিল উদ্দিনের ছেলে মো: সামসুল হক (৬০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত-হবিবর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।