প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০:০
দিনাজপুরের হিলিতে মাস্ক ব্যবহার না করায় পথচারী,মটরসাইকেল চালকসহ ৯ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেল ৫ টায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন,দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে আজকের এই অভিযান। অভিযানে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানিয়েছেন তিনি।