প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ৩:৩৫
মাদারীপুর জেলার রাজৈরে জমি জমার জের ধরে দূর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ও তার পরিবার । ভুক্তোভোগী সুমন সে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২৪ নভেম্বর ( মঙ্গলবার) সকাল নয়টার দিকে জমির দখল নিয়ে কয়েকজন দূর্বৃত্ত সুমন ও তার পরিবারের উপর হামলা করে। পরে আহত অবস্থায় সুমনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় রাজৈর থানায় মামলা করেছে ভুক্তভোগীরা।
হামলার শিকার হওয়া শিক্ষার্থী সুমন জানান, আমাদের জমিতে থাকতে দেওয়া হচ্ছিলোনা গত মাস থেকেই। এর আগেও ওরা হামলা চালায় ইট পাটকেল ছোড়ে এবং জীবননাশের হুমকি দেয়। আমারা বিষয়টি থানার ওসিকে জানাই। পরে পুলিশ একটা ব্যবস্থা করে তাদের আমাদের জমিতে আসতে মানা করে। এরপরও তারা আমাদের জমিতে আসে ও হুমকি দিতে থাকে।আমরা আবার থানায় যোগাযোগ করলে জিডি করতে বলা হয়। আজকে সকালে হঠাৎইয়াসিন,ইবরাহিম,নিজাম,মোস্তফা,হাবিব,আর তাদের পিতা কালাম মুন্সি,সাত্তার মুন্সি,করম মুন্সি এরা দাড়িয়ে ছিল, মারামারি চলা অবস্থায় এক মহিলা ও তার ছেলে মিলে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে।
আমার বাড়িতে যায় আর হুমকি দিয়ে আসে আমার বাবাকে ঘর থেকে টেনে বের করে। পরে প্রায় আধা ঘন্টাপর পুলিশ এলে তারা সরে পরে। হামলা ও গ্রেফতারের বিষয়ে রাজৈর থানার ওসি মো.শেখ সাদিক বলেন, হামলার বিষয়টি জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে আমরা লোক পাঠিয়েছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ঐ শিক্ষার্থীর উপর হামলার বিষয়টি আমরা জেনেছি এবং বলেছি থানায় গেলে আমাকে জানাতে,তাহলে আমি থানায় ফোন করে বলে দিবো যাতে আমাদের ছাত্র ন্যায়বিচার পায়।