প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১:৪৩
আসন্ন নাটোরের গোপালপুর পৌর নির্বাচন জমে উঠেছে। প্রার্থীতা জানান দিতে ও নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে প্রতিনিয়োতই সম্ভাব্য মেয়র প্রার্থীরা পৌর এলাকায় করছে গণসংযোগ, শোডাউনও উঠান বৈঠক। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় নির্বাচনী মাঠকে নিজের দখলে রাখতে পৌর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি মেয়র পদপ্রার্থী লালপুর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গোপালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় সরকারের উন্নয়ন কর্র্মকান্ড তুলে ধরে গণসংযোগ ও উঠান বৈঠক করেন সাইফুল ইসলাম। উঠান বৈঠকে সাইফুল ইসলাম বলেন আগামী পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিদিনের ন্যায় আজও গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। এসময় তিনি বলে, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন ও সুশাসনের সরকার। দল তাকে মনোনয়ন দিলে আগামী পৌর নির্বাচনে তিনি নৌকা প্রতিকের বিজয় ছিনিয়ে আনবেন এবং এই অবহেলিত পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। এজন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে তিনি।’এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।