প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ২৩:১৯
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মহাসড়কে বালিয়া পুকুর নামক স্থানে ট্রাক মোটরসাইকেল সংর্ঘষে একজন নিহত ও এক জন আহত হওয়ার ঘটনা ঘটেছে (মঙ্গলবার ২৪) নভেম্বর দুপুরে।নিহত ব্যক্তি হলেন বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আবেদ আলীর ছেলে আবু সাইদ(৩৫)।
গুরুতর আহত হয়েছেন আরো দুইজন (নাম জানা যায়নি) আহত এক জন কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুর হক প্রধান তিনি বলেন একজন ঘটনা স্থলেই নিহত হয় অপর দুইজন কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়ছে।