প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১৮:৫৪
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য শিক্ষা কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়। ১৮-২৪ নভেম্বর ২০২০ বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
সভায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, সিনিয়র স্টাফ নার্স কল্পনা রাণী মন্ডল, হাচিনা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন।