সাভারে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৮ বছর আজ । ২০১২ সালের এই দিনে আগুনে পুড়ে অঙ্গার হয় ১১৩ জন পোশাক শ্রমিক। এসময় আহত হন দুই শতাধিক শ্রমিক। আহত ও নিহতদের বেশিরভাগ শ্রমিকই ছিল নারী পোশাক শ্রমিক। দিনটি উপলক্ষে আজ সকাল সাতটা থেকে প্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে থাকেন দুর্ঘটনায় আহত শ্রমিক, নিহতদের স্বজন, বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠন।
এসময় তারা নিহতদের স্বরণে তাজরীনের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে তাজরীন ফ্যাশনসের মালিকসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ পূনর্বাসনের দাবি জানান আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আহত শ্রমিক ও শ্রমিক নেতাদের দাবি তাজরীন ফ্যাশনের ভবনটি মেরামত করে একটি হাসপাতাল নির্মান করে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা অথবা শ্রমিকদের বসবাসের জন্য একটি আবাসন কেন্দ্র (ডরমিটরি) নির্মাণ৷ করা হোক।গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “দুর্ঘটনার ৮ বছর পার হলেও ভুক্তভোগীদের পরিবার প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ পায়নি। এমনকি এ ঘটনায় জড়িতদের বিচার ত্বরান্বিত করা হয়নি।