প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১৭:১৩
দেশের ইতিহাসে পোশাক শিল্পের একটি কালো অধ্যায় তাজরীন ট্র্যাজেডি। যে ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১১৩ জন এবং আহত হন প্রায় দুই শতাধিক পোশাক শ্রমিক। আজ ২৪শে নভেম্বর এই ভয়াবহ তাজরীন ট্র্যাজেডির আট বছর। দীর্ঘ আট বছরেও এর শঙ্কা কাটেনি, এ ঘটনায় এখনো হয়নি দোষীদের শাস্তি। বলছিলাম রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন ফ্যাশন লিমিটেড কারখানায় ২০১২ সালের ২৪শে নভেম্বরে ঘটে যাওয়া মারাত্মক অগ্নিকাণ্ডের কথা। দেশের ইতিহাসে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ট্র্যাজেডি এটাই প্রথম।
অগ্নিকাণ্ডে যখন জীবন বাঁচাতে শ্রমিকরা চিৎকার করছিলেন তখনো মালিক দেলোয়ার হোসেন কারখানা থেকে বের হওয়ার সব গেটে তালা লাগিয়ে রাখেন। প্রাণে বাঁচতে অনেক শ্রমিক ভবনটির বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন।তাই এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বর্ণনা করে আইএলও কনভেনশন-১২১ অনুসারে শ্রমিকদের সারাজীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সন্তানদের লেখাপড়া নিশ্চিত করার দাবি জানাচ্ছি।