টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি জেলা আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপারপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত সড়ক উন্নয়ন কাজের মোড়ক উন্মোচন করেন তিনি।
এর আগে আলোচনা সভায় টাঙ্গাইলের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর-মিনি, নিকরাইল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, অর্জুনা ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী মোল্লা, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল হক তালুকদার দুদু প্রমুখসহ উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।