আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: রবিবার ২২শে নভেম্বর ২০২০ ০৭:৩৯ অপরাহ্ন
আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আশাশুনিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা বাজার ও বালিয়াপুর নামক স্থানে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।

এসময় সামাজিক দূরত্ব না মানা ও মাক্স ব্যবহার না করায় পৃথক ৪টি মামলায় ৭৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা করা হয়। এর আগে মুজিববর্ষে গৃহহীনদের ঘর প্রদানের জন্য শোভনালী ইউনিয়নে খাসজমি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার