প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১:২৯
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীকে করোনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখার জন্য বিশেষ সম্মাননা স্মারক ও এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “করোনাত্তোর মানবিক বিশ্ব চাই” শীর্ষক আলোচনা সভায় তাকে এ বিশেষ সম্মাননা স্মারক ও এ্যাওয়ার্ডে ভুষিত করা হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার ফউন্ডেশন ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দীন আল আজাদ।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফউন্ডেশন এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিউল আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিএনএ জোট এর মহাসচিব ডাক্তার শেখ হাবিবুর রহমান। অনুষ্ঠানে এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীবৃন্দ, বাংলাদেশ ওয়েলফেয়ার ফউন্ডেশন ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুল্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীকে করোনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখার জন্য সম্মাননা স্মারক ও এ্যাওয়ার্ডে প্রদান করা হয়।