প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১:২২
কোভিড-১৯ সংক্রমণের সেকেন্ড ওয়েভ পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দিনব্যাপী উপজেলার ৪টি ইউনিয়নের জনগণের মাঝে ১ লক্ষ ৫ হাজার মাক্স বিতরণ করা হয়েছে।পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন পলাশের ডাঙ্গায় জনগণের মাঝে এ মাস্ক বিতরণের মাধ্যমে উপজেলার কার্যক্রম শুরু করেন।
এছাড়া উপজেলার গজারিয়া ইউনিয়নে মাস্ক বিতরণের কার্যক্রম শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এ সময় ইউএনও রুমানা ইয়াসমিন বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে আমরা দিনব্যাপী পলাশ উপজেলার ডাঙ্গা, চরসিন্দুর, গজারিয়া ও জিনারদী ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে ৪টি ইউনিয়নের মোট জনসংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ জনের মধ্যে একযোগে ১ লক্ষ ৫ হাজার মাক্স বিতরণ করা হয়।
সোমবার আরও ১ লক্ষ ৭ হাজার মাস্ক বিতরন করা হবে। এ সময় প্রতিটি বাড়িতে গিয়ে একজনকে ২টি করে মাক্স বিতরণ করা হয়। তিনি আরও জানান, দুদিনে পলাশের ৪টি ইউনিয়নে মোট ২ লক্ষ ১২ হাজার মাস্ক বিতরন করা হবে। ৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা মাস্ক বিতরনকালে উপজেলার বিভিন্ন দপ্তরের ১৫ জন কর্মকর্তা মাস্ক বিতরণ কার্যক্রম তদারকি করেন।