প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১৯:২৬
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ হোপ হসপিটালের সামনে অভিযান পরিচালনা চালিয়ে ৩ হাজার ১৫০ একশত পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।আটককৃত হলেন,উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ( ৯নং ওয়ার্ডের) মৃত মোজাহের মিয়ার পুত্র মোঃ আরিফুল ইসলাম (২৫) ও টেকনাফ উপজেলার বাহারছাড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মোজাহের মিয়ার ছেলে ফয়সাল আহম্মদ (২৮)।শুক্রুবার ( ২০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ান এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন,র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ কাইম্যারঘোনা নামক স্থানে হোপ হসপিটালের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে উক্ত পরিমাণ ইয়াবা উদ্ধার এবং দুইজন কে আটক করা হয়।উদ্ধার ইয়াবারযার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা প্রায়।আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে আবদুল্লাহ মোঃ শেখ সাদী নিশ্চিত করেছেন।