বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সড়িষামুড়ি ইউনিয়নের চেয়ারম্যান শিপন জোমাদ্দারকে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা।বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমকি চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ২০-১১-২০২০ শুক্রবার বিকেলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।ওই ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে মধ্যান্নভোজ শেষে বের হবার পরে বিয়ের গেটে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করে দুবৃত্তরা।
ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পা প্রায় বিচ্ছিন্ন হবার উপক্রম হয়েছে বলে জানা গেছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু জানান, বিয়ের অনুষ্ঠান শেষে তাকে কুপিয়ে আহত করার পরে আমাদের থানার গাড়ি গিয়ে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।