প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ২৩:২২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর উত্তম শহীদ লেঃ সামাদের ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলার জয়মনিহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী লেঃ আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তমের ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। শহীদ লেঃ সামাদ ১৯৭১ সালের ১৯ নভেম্বর মধ্যরাতে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ব্রীজের কাছে সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর বুলেটের আঘাতে শাহাদৎ বরণ করেন।
তাঁকে জয়মনিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়। শহীদ লেঃ সামাদের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল তাঁর সমাধিতে উপজেলা প্রশাসন, অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, জয়মনিরহাট শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর সেনা নিবাসের বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ এবং বেসরকারী সংস্থা সলিডারিটির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।