প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ২২:৪৩
ব্রাহ্মণবাড়িয়া সরাইল অরুয়াই প্রতিপক্ষের আঘাতে আবেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনানাটি ঘটে ২০ নভেম্বর সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া ও কাকরিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত নব প্রতিষ্ঠিত কুত্তারহাটি গ্রামে। আবেদা বেগম ওই গ্রামের আহমদের স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টায় দেড় হাত রাস্তা দেয়াকে কেন্দ্র করে রবি মিয়ার পুত্র মানিক মিয়ার (৩৫) সাথে আহমদ মিয়ার ছেলে দীন ইসলামের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রাগান্বিত হয়ে মানিক মিয়া দীন ইসলামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মা আবেদা বেগম ছেলেকে বাঁচাতে গেলে মাথায় আঘাত লাগে। গুরুতর অবস্থায় আবেদা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার উন্নত চিকিৎসার জন্য আবেদাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান।সরাইল থানা অফিসার ইনচার্জ এ, এম,এম নাজমুল আহমেদ বলেন,আমরা নিহত হওয়ার বিষয়ে জানতে পেরেছি।চিকিৎসার জন্য আবেদাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে আজ মারা যান।জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ ময়নাত দন্তের জন্য রাখা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।