ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন আবু আহাম্মদ মান্নাফি, সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ূন কবির।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর দক্ষিণের ৩৬ জন আওয়ামী লীগ নেতা এ কমিটিতে স্থান পেয়েছেন। এ ছাড়া ১৬ জনকে উপদেষ্টা করা হয়েছে।এর আগে বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে এসএম মান্নান কচি দায়িত্ব পান।