প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ২৩:১৮
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের উদ্যোগে অবৈধ করাত কল জব্দ করেছে কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট রেঞ্জ অফিস। বৃহস্পতিবার দুপুরে অভিযানে বড়ই বাড়ী এলাকায় বোয়ালী বিটের আওতায় মোট ৬টি অবৈধ করাত কল জব্দ করা হয়।জব্দকৃত অবৈধ করাত কলের মালিক বড়ই বাড়ী গ্রামের মোঃ সুলতান সিকদার , ,বেনজীর সিকদার, খালেক সিকদার ,বজলু মিয়া ,আরিফ সিকদারের দুইটি করত কলসহ উক্ত ছয়টি অবৈধভাবে নির্মিত করাত কলের মেশিন ও অন্যান যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযানে পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) , আদনান চৌধুরী , উপস্থিত ছিলেন চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার ,চন্দ্রা সদর বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, কালিয়াকৈর থানা পুলিশ। বোয়ালী বিট কর্মকর্তা ইলিয়াস জানায়, করাত কলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অবৈধভাবে স্থাপিত করাত কল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।